সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
মঙ্গলবার সকাল থেকেই সিউড়ি-১ ব্লকের বিভিন্ন প্লাবিত এলাকায় যান বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃণমূলের ব্লক সভাপতি সহ অন্যন্য নেতারা। তাঁরা ত্রিপল, চাল সহ অন্য খাদ্যসামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান। ভুরকুনায় ভেঙে যাওয়া বক্রেশ্বর সেতু পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী বিধায়ককে ফোন করেন। মুখ্যমন্ত্রী তাঁকে বলেন, যাঁদের মাটির বাড়ি আছে, তাঁদের অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে হবে। প্রশাসনকে সঙ্গে নিয়ে ত্রিপল, ত্রাণ দিতে হবে।
বিধায়ক বলেন, দিদি ফোন করে নির্দেশ দিয়েছেন। সবার পাশে থাকতে বলেছেন। ভেঙে যাওয়া বক্রেশ্বর সেতু সংস্কার করার জন্য জেলাশাসকের কাছে দাবি জানিয়েছি। ভুরকুনা, মল্লিকপুর, গজালপুর, আলুন্দার জুনিদপুর এলাকায় গিয়েছি। সেখানে স্কুলে, ক্লাবে যে অস্থায়ী ক্যাম্প করা হয়েছে, সেখানে মানুষের কোনও অসুবিধা হচ্ছে কি না, খতিয়ে দেখেছি। অনেককে ত্রিপল দিলাম। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কারণে আবাস যোজনায় নাম থাকলেও অনেকে পাকা বাড়ি পাননি। তাঁদের পাশে থাকার কথা জানিয়েছি। আমাদের দলের ছেলেরা সব জায়গাতেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। বিরোধীরা তো বন্যা, বিপর্যয়ে ভ্যানিশ হয়ে যায়।