সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
বুড়োশিবতলা রোড ষষ্ঠীতলা যুবশক্তি ক্লাব পুজো কমিটির এক সদস্য প্রসেনজিৎ নন্দ বলেন, তিন বছর ধরে আমরা গণেশ পুজো করেছি। গণেশকে পুজো দিয়ে সবকিছু শুরু হয়। এরজন্য তাঁকে স্মরণ করতেই তাঁর পুজোর আয়োজন। বৈষ্ণবতীর্থ এই শহরে সমস্ত দেব-দেবীর পুজো হয়। তবে ধীরে ধীরে গণেশ আরাধনায় ব্রতী হচ্ছে নবদ্বীপের মানুষ। যোগনাথতলার বাসিন্দা মৃৎশিল্পী দেবাশিস পাল বলেন, এই শহরের প্রধান উৎসব বলতে রাস। সেই সময় বিভিন্ন দেব-দেবীর মূর্তি পুজো হয়। এছাড়া দুর্গা, কালী, লক্ষ্মী সহ বিভিন্ন দেবদেবীর পুজো তো আছেই। তবে বেশ কয়েক বছর ধরে বেশকিছু নতুন গণেশ পুজোও শুরু হয়েছে। আমি কয়েকটি ছোট গণেশ মূর্তি তৈরির পাশাপাশি এবার একটা ১৩ ফুটের গণেশ মূর্তিও তৈরি করেছি। সেটি মহাপ্রভুপাড়ার একটি মন্দিরের জন্য। তবে নবদ্বীপের বিভিন্ন এলাকায় অনেকগুলি বড় গণেশ মূর্তিরই পুজো হচ্ছে। নতুন করে গণেশ পুজো শুরু হওয়ায় আমাদের মতো মৃৎশিল্পীরা এই সময়ে অনেকটাই উপকৃত হচ্ছেন। পুরোহিত অজিত চক্রবর্তী জানান, গণেশ চতুর্থী একটা বিশেষ তিথি। এই তিথিতে গণেশ পুজো করলে তিনি সবার মঙ্গল করেন।