সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
আরজি করের ঘটনায় সমালোচনার মুখে পড়েছিল পুলিস। তাই ভিনরাজ্যের পড়ুয়ার মৃত্যুর তদন্তে যাতে কোনও ত্রুটি না থাকে সেব্যাপারে সতর্ক শান্তিনিকেতন থানা। শুক্রবার মৃতদেহ রামপুরহাট মেডিক্যাল কলেজে মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছিল পুলিস। শনিবার ছাত্রীটি যে হস্টেলে থাকতেন সেখান থেকে ভিডিওগ্রাফারের উপস্থিতিতে তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে ফরেন্সিক টিম। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ায় মৃতের পরিবার এদিন অনামিকার দেহ নিয়ে উত্তরপ্রদেশ ফিরে যায়। তবে এই ঘটনায় অভিযুক্তকে শীঘ্রই ধরা হবে বলে পরিবারকে আশ্বস্ত করেছে পুলিস। বৃহস্পতিবার শিক্ষক দিবসে বিশ্বভারতীর শিল্পসদনের স্নাতক তৃতীয় বর্ষের পঞ্চম সেমেস্টারের ছাত্রী অনামিকা বিষ খেয়ে আত্মহত্যা করেন। কর্তৃপক্ষ পরিবারকে সেই খবর দিলে অনামিকার মা, বাবা ও দাদা বোলপুর মহকুমা হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন। প্রেমলতাদেবী জানান, কোনওকিছুর চাপে পড়ে মেয়ে অঘটন ঘটিয়েছে। শনিবার দুর্গাপুর থেকে চারজন ফরেন্সিক বিশেষজ্ঞ শান্তিনিকেতনে আসেন। পুলিসের উপস্থিতিতে ওই দল এদিন বিশ্বভারতীর আম্রপালি হস্টেলে যায়। অনামিকা যে ঘরে থাকতেন, সেই ঘর মারা যাওয়ার পরপরই সিল করেছিল পুলিস। ১২১ নম্বর ঘর থেকে এদিন ভিডিওগ্রাফারের উপস্থিতিতে তথ্য-প্রমাণ সংগ্রহ করে ফরেন্সিক দল। মৃতার মোবাইল, টাকা পাঠানোর নথি, ছাত্রীর বেশকিছু খাতা সহ তদন্তে কাজে লাগতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ নথি সিজ করা হয়েছে। যদিও পরিবার ও শিল্প সদনের অধ্যাপক এবং সহপাঠীদের দাবি যে অ্যাকাউন্টগুলিতে অনামিকা টাকা পাঠিয়েছিলেন সেগুলি কার তা দ্রুত বের করে অভিযুক্তকে গ্রেপ্তার করুক পুলিস। তা হলে অনামিকার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। -নিজস্ব চিত্র