সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে মুরালিপুরে দামোসের ধারে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল ওই যুবক। হঠাৎ বাইকে করে দুষ্কৃতীরা এসে মোট তিন রাউন্ড গুলি চালায়। একটি গুলি লাগে কালুর হাতে। এরপরই সেখানে রাখা কয়েকটি বাইকে ভাঙচুর চালিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর বন্ধুরা কালুকে উদ্ধার করে ডোমকল সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় ডোমকল থানার পুলিস। এরপরে রাতেই অভিযান চালিয়ে মহাবুল শেখ নামের এক কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করে। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয় বলেই জানিয়েছে পুলিস।
প্রত্যক্ষদর্শী তথা কালুর বন্ধু পিয়ার আলি মণ্ডল বলেন, আমরা সেখানে বসেছিলাম। এমন সময় কয়েকজন দুষ্কৃতী আচমকাই সেখানে চলে আসে। এরপরে আমরা বসে থাকতে থাকতেই দুষ্কৃতীদের মধ্যে টিপু ও সালাম গুলি চালাতে শুরু করে। মোট তিন রাউন্ড গুলি করা হয়। তার মধ্যে একটি কালুর হাতে লাগে। টিপু ও সালাম বাম-কংগ্রেস জোট করে। যার গুলি লেগেছে, সে তৃণমূল করে। তবে মনে হয় এটা কোনওভাবেই রাজনৈতিক বিষয় নয়। স্থানীয় মধুরকুল অঞ্চলের তৃণমূল প্রধান বাবু মণ্ডল বলেন, এই মুহূর্তে মধুরকুল অঞ্চলে দলগতভাবে কোনও সমস্যা নেই। যারা মেরেছে তারা কংগ্রেস করে তবে তৃণমূল করার জন্যই এই কাণ্ড ঘটিয়েছে কি না, সেটা এই মুহূর্তে বলতে পারব না।
ডোমকল ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি ইমদাদুল হক মীর বলেন, ওদের গোষ্ঠীকোন্দল কিংবা জুয়া নিয়ে বচসার কারণে এই ঘটনা। এরসঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।