নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব। ... বিশদ
অভিযোগ, ছোট ছেলের ধারালো কাটারির কোপে মৃত্যু হয়েছে বৃদ্ধার। দাদার মাথায়ও ধারালো অস্ত্র দিয়েও একাধিকবার আঘাত করেছে অভিযুক্ত। ঘটনার পর অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করে। তবে তার আগেই ময়নাগুড়ি থানার পুলিস তাকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম বাপি রায়। রবিবার এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যে ছড়ায় ময়নাগুড়ি ব্লকের শিঙিমারিতে। তদন্তের স্বার্থে পুলিস বাড়িটি সিল করে দিয়েছে।
মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, সামান্য ঘটনাকে কেন্দ্র করে মাকে কাটারি অস্ত্র দিয়ে কোপ মারে ছোট ছেলে বাপি। ওর দাদা দিলীপকে সকালে মা সুনীতি রায় আগে চা দিয়েছিল। আর এ ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বচসা। ছোট ছেলে বাপি ক্ষিপ্ত হয়ে কাটারি দিয়ে কোপ মারে মায়ের গলায়। দাদা দিলীপ মাকে বাঁচাতে এলে তাঁকেও মাথায় এলোপাথাড়ি কোপ মারা হয় বলে অভিযোগ।
ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আহত একজনকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল পাঠানো হয়েছিল। তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। জখম দিলীপ রায় বলেন, প্রথমে মাকে পরে আমাকে কাটারি দিয়ে কোপায় ভাই। ওর অভিযোগ, মা না কি আমাকে বেশি ভালোবাসে। নিজস্ব চিত্র।