নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব। ... বিশদ
এদিন মহানন্দার ঘাটে স্নান করতে এসেছিলেন শহরের বাসিন্দা রনি লাহা। বলেন, মূল ঘাটের অবস্থা একেবারেই ভালো নেই। দূর থেকে দেখলে নামতে ইচ্ছে করবে না। এখন প্রতিমা বিসর্জনের ঘাট পরিণত হয়েছে। ইচ্ছেমতো নোংরা ফেলে দিচ্ছে অনেকে। এটা গুরুত্ব দিয়ে দেখা উচিত। নিয়ম করে নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলার পর দ্রুত সরিয়ে ফেলা উচিত। শহরের নগর মণ্ডলের সভানেত্রী তথা ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাসন্তী রায় বলেন, সরকারি অর্থে সিঁড়িঘাট হয়েছে। সেই ঘাট অবশ্যই পরিষ্কার করা উচিত। আমরা আগামী দিনে পুরসভাকে বিষয়টি জানাব।
পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। নিজস্ব চিত্র