নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব। ... বিশদ
এদিন তৃণমূলের দিনহাটা বিধানসভার কর্মিসভা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সহ জেলা নেতৃত্ব। ভোটের দিন ভুয়ো ভোটারের দেখা মিললে তাদের কান ধরে বের করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিজিৎ দে ভৌমিক।
ডাবল ইঞ্জিনের সরকার সবসময় মিথ্যা কথা প্রচার করছে। ছাব্বিশের বিধানসভায় কোচবিহার ৯-০ করাই লক্ষ্য, দাবি করেন গিরীন্দ্রনাথ বর্মন।
এমপি বলেন, পূর্ণকুম্ভ নিয়ে দেশজুড়ে প্রচার চালানো হল। অথচ উত্তরপ্রদেশ সরকার তার ব্যবস্থাপনায় ব্যর্থ। পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। দেহ নদীর জলে ভেসে গিয়েছে। দু’বছর ধরে মণিপুর জ্বলছে। ডাবল ইঞ্জিনের সরকার প্রতিনিয়ত মিথ্যাচার করছে।
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। অথচ এই ঘটনার প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না বিজেপির সাংসদরা।
জেলা তৃণমূল সভাপতির অভিযোগ, মহারাষ্ট্র, দিল্লির কায়দায় এ রাজ্যেও ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা চলছে। আমাদের প্রতিটি বুথ সভাপতিকে নিজের বুথের ভোটার তালিকা স্ক্রুটিনি করতে হবে। তাতে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করলেই শীর্ষ নেতাদের জানাতে হবে। শুধু তাই নয়। ভোটের দিন কোনও অপরিচিত বহিরাগত ভোটার দেখলেই তাকে কান ধরে বাইরে বের করে দিতে হবে। নিজস্ব চিত্র