নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব। ... বিশদ
জরিমানার অঙ্ক কম নয়। ট্রাফিক বিভাগ জানিয়েছে, হেলমেট না পড়ে বাইক চালালে এক হাজার টাকা জরিমানা দিতে হবে। অপরদিকে, গত মাসে নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালানো ছ’জন ময়নাগুড়ি ট্রাফিক বিভাগের জরিমানার কবলে পড়েছেন। চলতি মাসে দু’জন। নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালালে জরিমানা রয়েছে ১০ হাজার টাকা।
গত জানুয়ারি মাসে প্রশাসনের পক্ষ থেকে রোড সেফটি উইক পালন করা হয়। বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল থেকে শুরু করে বিভিন্ন এলাকা, জাতীয় সড়কের পাশে, হাট-বাজার সহ নানা স্থানে সচেতনতা প্রচার করা হয়। কথা বলা হয় সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি চালকদের সঙ্গে। অপরদিকে, প্রশাসনের পক্ষ থেকে প্রায় সারা বছর সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি হচ্ছে। কিন্তু এত কিছুর পরও সচেতন হচ্ছেন না গাড়ি চালকরা। সেকারণে জরিমানার কবলে পড়তে হচ্ছে তাঁদের।
ট্রফিক ওসি অতুলচন্দ্র দাস বলেন, প্রতিনিয়ত আমাদের ময়নাগুড়ির বিভিন্ন এলাকায় চেকিং চলে। আমরা চাইছি গাড়ি চালকরা ট্রাফিক আইন মেনে চলুক। তাতে দুর্ঘটনার হাত থেকে তারা রক্ষা পাবেন। কিছুদিন আগে রেলগেট এলাকায় একটি দুর্ঘটনা ঘটে। সেই বাইক চালকের মাথায় হেলমেট ছিল না। মৃত্যু হয়েছিল তাঁর। তাই সুরক্ষা বজায় রাখা জরুরি।