সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
জেলা পিএইচই সূত্রে জানা গিয়েছে, কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে জলজীবন মিশনের কাজ চলছে। ২০১৯ সালে প্রকল্প শুরু করলেও ৬ বছরে খুব একটা আশার আলো দেখতে পাচ্ছেন না বাসিন্দারা। কুশমণ্ডি উষাহরণ এলাকার বাসিন্দা নিত্য রায় বলেন, পাইপ লাইনের ট্যাপ বাড়িতে পৌঁছেছে। তবে জল প্রতিদিন আসে না। এক বালতি জল ভরতে অনেক সময় লাগে। কাজ দেখার কেউ নেই। দ্রুত সমস্যার সমাধান করুক প্রশাসন।
নামপ্রকাশে অনিচ্ছুক জেলা পিএইচই দপ্তরের এক আধিকারিক বলেন, কুমারগঞ্জ ব্লক বড় হওয়ায় একটু বেশি সময় লাগছে। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।
লোকসভা নির্বাচনের আগে জেলা বিজেপি নেতৃত্ব গ্যারান্টি দিয়েছিল জলজীবন মিশনের কাজ শেষ করা হবে ২০২৪ সালের মধ্যে। প্রকল্পের কাজ ঢিমেতালে চললেও বিজেপি নেতৃত্বকে সরব হতে দেখা যাচ্ছে না। জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, কেন্দ্র ঠিকমতো অর্থ বরাদ্দ করছে। এই জেলায় জলজীবন মিশনের কাজ দেখার কেউ নেই। ঠিকাদার সংস্থা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় অধিকাংশ গ্রামে সুতোর মতো জল পড়ছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রকল্পের কাজ কেন শেষ হচ্ছে না, জেলা প্রশাসনের কাছে জবাব চাইব।
জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়ালের কথায়, জলজীবন মিশনের কাজ খুব ধীরগতিতে হচ্ছে। জেলাশাসকের সঙ্গে কথা বলে গতি আনার চেষ্টা করব। নাহলে গ্রীষ্মকালে প্রচণ্ড জলকষ্ট হয় বাসিন্দাদের।