সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
এলাকায় কোথাও লুকিয়ে পোস্ত চাষ হচ্ছে কি না সেটা দেখতেই অভিযান চালানো হয়েছিল। কৃষকদের এই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়। প্রশাসনের ওই টিম এদিন স্থানীয় এলাকার মহিষবাথানি, ভাবুক, যাত্রাডাঙ্গা এলাকাতেও যায়। আজ বুধবার দায়িত্ব প্রাপ্ত আধিকারিকেরা মঙ্গলবাড়ি, সাহাপুর, মুচিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় নজরদারি করতে যাবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। নির্মল বলেন, এদিন অনেক পুলিস এসেছিল। জিজ্ঞেস করল, এখানে পোস্ত কোথায় চাষ হয়। আমাদের এখানে কোথাও হয় না, সেটা জানিয়েছি। পোস্ত চাষ নজরে পড়লে দ্রুত স্থানীয় প্রশাসনকে জানাতে বলা হয়েছে।
পুরাতন মালদহের বিডিও সেঁজুতি পাল মাইতি বলেন, আমাদের ব্লকে ৬টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এদিন তিনটি গ্রাম পঞ্চায়েতে সার্ভে হয়েছে। ওই এলাকাগুলিতে অবৈধভাবে পোস্ত চাষ হচ্ছে কি না দেখা হচ্ছিল। এখনও পর্যন্ত আমাদের এলাকায় পোস্ত চাষ নজরে পড়েনি।
মালদহ সদর আবগারি দপ্তরের এক আধিকারিক ঘটনাস্থলে ছিলেন। তিনি বলেন, আমরা একাধিক চাষির সঙ্গে কথা বলেছি। তাঁদের সতর্ক ও সচেতন করা হয়েছে। পোস্ত চাষ সংক্রান্ত কিছু দেখলে স্থানীয় প্রশাসনকে জানাতে বলা হয়েছে। তখন গাছ নষ্ট করে দেওয়া হবে।