সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
বালুরঘাট বনদপ্তরের রেঞ্জার তাপস কুণ্ডু বলেন, প্রথম দিনের সমীক্ষায় বেশকিছু প্রজাতির পাখি নজরে এসেছে। তা আমাদের সমীক্ষক দল গণনা করেছে। আগামীতে জেল জুড়ে আরও জায়গায় এই সমীক্ষা চলবে।
বনদপ্তর সূত্রে খবর, শীত পড়তেই দক্ষিণ দিনাজপুর জেলায় দলে দলে ছুটে আসছে পরিযায়ী পাখিদের দল। বালুরঘাটে ও আত্রেয়ী নদীর বক্ষ ও নদী তীরবর্তী ফরেস্টগুলিতে বাড়ছে পরিযায়ী পাখিদের আনাগোনা। নানা প্রজাতির পাখিগুলির সহজেই দেখা মিলছে। পুকুর জলাভূমিতে এই পরিযায়ী পাখিরা ঘুরছে। এমনকী জেলাতেই নানা প্রজাতির পাখিদের দেখা মিলছে। তাই এই সমীক্ষা শুরু হয়েছে। তবে এদিনের সমীক্ষায় পাখিদের থাকার জন্য সুষ্ঠু পরিবেশের যে অভাব রয়েছে, তা কার্যত স্পষ্ট হয়েছে।