সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
কক্সবাজারের ওই দম্পতির সঙ্গেই আটমাস আগে সীমান্তে ধরা পড়ে মোট সাতজন বাংলাদেশি। অনুপ্রবেশের কারণে প্রত্যেকেই জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে। জেল সূত্রে খবর, গত পয়লা ডিসেম্বর কন্যাসন্তান প্রসব করেন ওই মহিলা। জেল থেকে তাকে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি মেডিক্যালের মাদার অ্যান্ড চাইল্ড হাবে। সেখানেই সন্তানের জন্ম দেন তিনি। মা ও শিশুর জন্য বিশেষ ব্যবস্থা করেছে জেল কর্তৃপক্ষ। শিশুটির জন্য প্যাকেট দুধ এবং মায়ের জন্য ফলের বন্দোবস্ত করা হয়েছে।
জেল সূত্রে খবর, ওই মহিলার স্বামীও জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছে। গোটা সপ্তাহ আলাদা কুঠুরিতে থাকলেও, রবিবার সন্তানকে কিছুক্ষণের জন্য দেখার সুযোগ মেলে তার। এদিন আদালত থেকে ফের জেলে যাওয়ার পথে গাড়িতে ওঠার সময় মহিলা বলেন, দিল্লিতে কাজের উদ্দেশে যাচ্ছিলাম। চোরাপথে বর্ডার পেরনোর সময় ধরা পড়ে যাই। মেয়েকে নিয়ে বাড়ি ফিরতে চাই।