সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
মাটিগাড়া ব্লকের চম্পাসারি গ্রাম পঞ্চায়েতের মহানন্দা নদী থেকে কয়েকমাস ধরে বালি-পাথর তোলা বন্ধ রয়েছে। এতে নানা সমস্যায় পড়েছেন নদী শ্রমিকার। বিপদে পড়েছেন ট্রাক চালক এবং মালিকরা। শ্রমিকদের অভিযোগ, মাটিগাড়ার বালাসন নদীর ঘাট খুলে গেলেও চম্পাসারির নদী ঘাট খুলছে না। এনিয়ে মাটিগাড়ার বিডিও বিশ্বজিৎ দাসকে স্মারকলিপি দেন তারা।
দলিলা খাতুন নামে এক বিক্ষোভকারী শ্রমিক বলেন, গত কয়েকমাস ধরে নদী বন্ধ রয়েছে। কিছুদিন আগে নদী খোলার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। আমাদের সকলের ঋণ নেওয়া আছে। খাওয়ার খরচ, সন্তানদের পড়াশোনা টাকার অভাবে কিছুই হচ্ছে না। প্রশাসন কোনও জবাব দিচ্ছে না। দ্রুত নদীঘাট খুলতে হবে, এটাই আমাদের দাবি। নীলকুমার বিশ্বকর্মা নামে আরএক বিক্ষোভকারী বলেন, নদী ঘাট বন্ধ থাকায় কাজ বন্ধ। এতে গাড়ির ঋণের টাকাও দিতে পারছি না। সন্তানদের ঠিকমতো খাবার দিতে পারছি না। বন্ধ করতে হলে সমস্ত বড়ো গাড়িগুলিকেও বন্ধ করা হোক। আমাদের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের দিকে যাব।
এবিষয়ে মাটিগাড়ার বিডিও জানান, প্রায় ২০০জন শ্রমিক, চালক ও কিছু বাংলার বাড়ির উপভোক্তা এসেছিলেন। তাদের অভিযোগ, তারা কাজ করার জন্য বালি পাথর পাচ্ছেন না। মাটিগাড়া ব্লকে কিছু ঘাটের জন্য বিজ্ঞপ্তি হয়েছিল। এই ঘটগুলো লিজ দেওয়ার প্রক্রিয়া চলছে। আমি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব, যাতে প্রক্রিয়াটি তাড়াতাড়ি শেষ করা যায়। তাহলেই সমস্যার সমাধান হবে। - নিজস্ব চিত্র।