উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ। ... বিশদ
কিছুদিন আগে ময়নাগুড়ি থানা টোটো চালকদের নিয়ে বৈঠক করে পুলিস। সেই বৈঠকে টোটো চালকদের জানিয়ে দেওয়া হয়, কোনওভাবে যেন টোটোয় পণ্য নেওয়া না হয়। কিন্তু প্রশাসনের এই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে টোটো চালকরা দিব্যি পণ্য নিয়ে ছুটছেন। শুক্রবার ময়নাগুড়ি থানা একটি টোটোতে পরিবহণের জন্য নেওয়া পণ্য বাজেয়াপ্ত করে।
হাইওয়ে ট্রাফিক বিভাগের ওসি স্বপন বর্মন বলেন, জাতীয় সড়কে টোটো চালানো নিষেধ। বিভিন্ন সময়ে এমন নির্দেশ আমরা দিয়েছি। কিন্তু একাংশ টোটো চালক সেই নির্দেশ মানছেন না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা পণ্যসহ টোটো আটক করেছি। ফের একবার টোটো চালকদের সঙ্গে আমরা বৈঠক করেছি। রবিবার থেকে আমরা কঠোর ব্যবস্থা নেব।
ময়নাগুড়ি থানার ট্রাফিক ওসি অতুলচন্দ্র দাস বলেন, আমরা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি। টোটোয় পণ্য পরিবহণ করলে তা বাজেয়াপ্ত করা হচ্ছে। টোটো চালকদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা হচ্ছে। আমরা চাইছি দুর্ঘটনা রোধ করতে। কিন্তু যেভাবে পণ্য নিয়ে টোটোগুলি ছুটছে, তাতে দুর্ঘটনার আশঙ্কা থাকছেই।
(আটক হওয়া টোটো। - নিজস্ব চিত্র।)