উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ। ... বিশদ
শনিবার সকালে প্রসব যন্ত্রণা নিয়ে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের সুলতাননগরের ইয়াসমিনকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। প্রথম সন্তান মেয়ে হওয়ায় খুশি গোটা পরিবার। সেই খুশির বহিঃপ্রকাশ ঘটল একটু অন্যভাবে। রবিবার বিকেলে ফুলে সাজানো অ্যাম্বুলেন্সে প্রথম কন্যাসন্তানকে নিয়ে ঘরে এলেন ইয়াসমিন। অ্যাম্বুলেন্সের পিছনে ডিজে বক্স। খুশিতে পরিবারের সদস্যরা নাচতে নাচতে নবাগতাকে বরণ করে নেন। সদ্য বাবা হওয়া নাজমুল বলেন, আমার স্বপ্ন ছিল, যদি সন্তান হয় তাহলে সে যেন মেয়েই হয়। সেই স্বপ্নপূরণ হল আজ। হাসপাতালে চিকিৎসক যখন খুশির খবরটি জানান, আনন্দ ধরে রাখতে পারিনি। ঘরে প্রথম মেয়ে আসুক, এটাই চেয়েছিলাম। সেই আনন্দে গাড়িকে ফুল দিয়ে সাজিয়ে মেয়েকে ঘরে নিয়ে এসেছি। নাতনিকে পেয়ে আনন্দে আত্মহারা ঠাকুমা ও ঠাকুরদা। সেই খুশি ভাগ করে নিয়েছেন প্রতিবেশীদের সঙ্গে। চলে মিষ্টিমুখ। সদ্যোজাতর ঠাকুরদা শেখ নুর হোসেন পাড়ায় সবাইকে মিষ্টি বিলি করেন। হরিশ্চন্দ্রপুরের বিএমওএইচ অমলকৃষ্ণ মণ্ডল বলেন, কন্যাসন্তান হওয়ায় ওই পরিবারের পাশাপাশি আমরাও খুশি। পরিবারটি যেভাবে মেয়েকে বরণ করে নিয়েছে, তাতে অন্যরাও উৎসাহিত হবেন। কারণ, এরকম ঘটনা সচরাচর দেখা যায় না। - নিজস্ব চিত্র