উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ। ... বিশদ
সানুকে নিয়ে শ্রীপুরে জলসা শুনতে এক আত্মীয়ের বাড়ি যান সাজিদ। ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। সানুর কাকা সামিম ইসলাম বলেন, লরির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটতে পারে। প্রাথমিকভাবে এমনটাই অনুমান করছে পুলিসও।
চলতি মাসে চারটি পৃথক দুর্ঘটনায় ৯ জন জখম ও ৩ জনের মৃত্যু হল ওই এলাকায়। চাঁচল থানায় কর্মরত এক মহিলা সিভিক ভলান্টিয়ারেরও মৃত্যু হয়। বাইপাস সড়কে বারবার দুর্ঘটনায় পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় শাহ আলম বলেন, দুর্ঘটনাস্থলে বাইপাসের সংযোগে দুটি কাচা রাস্তা রয়েছে। সেখানে কোনও স্পিড ব্রেকার নেই। রাস্তাজুড়ে আলোরও ব্যবস্থা নেই। তবে সচেতনতার অভাবকেই দায়ী করছে পুলিস। পুলিসের দাবি, পথ নিরাপত্তা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে পঞ্চায়েতস্তরে বিভিন্ন কায়দায় সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে কর্মসূচি নেওয়া হচ্ছে। ট্রাফিক আইনে অনেকের জরিমানাও করা হচ্ছে। তবুও কিছু মানুষ অসচেতন হয়ে বেপরোয়াভাবে বাইক চালাচ্ছে। মৃত দুই কিশোরের মাথায় হেলমেট ছিল না বলে পুলিস জানিয়েছে।
বাইপাস সড়কের অনেকটা অংশ মালতীপুর বিধানসভায় পড়ে। এলাকার বিধায়ক আব্দুর রহিম বক্সি বলেন, বারে বারে তরতাজা প্রাণ চলে যাচ্ছে এই সড়কে। দুর্ঘটনা এড়াতে পথবাতি লাগানোর চেষ্টা করা হবে। চাঁচল থানার এক আধিকারিক বলেন,কোনও গাড়ির সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটতে পারে। দুর্ঘটনাগ্রস্ত বাইকটি বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।