সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
দীর্ঘ প্রায় ৬০ বছর ধরে হয়ে আসা এই বাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা যায় স্থানীয়দের মধ্যে। রাত পর্যন্ত চলে মেলা। বাইরে থেকেও বিভিন্ন দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠান উপলক্ষে প্রশাসনের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। পর্যাপ্ত পুলিস, ডুবুরি সহ ড্রোন ক্যামেরায় চলছিল নজরদারি। বর্তমানে বাইচ প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে রয়েছে বামনগোলা ব্যবসায়ী সমিতি। সংগঠনের সভাপতি মিহির রায় বলেন, এবছর নদীবক্ষে প্রায় এক কিলোমিটার এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা হয়। বড়, মাঝারি ও ছোট নৌকা নিয়ে ১২টি দল অংশগ্রহণ করেছিল। তিন ভাগে প্রতিযোগিতা হয়। বড়দের ৩০ জন, মাঝারিতে ১৫ ও ছোটতে ১০ জন করে নৌকা চালান। বিজয়ীদের পুরষ্কৃত করা হয়েছে। প্রতিযোগিতায় প্রথম হয়েছে গাজোল ব্লকের ডারিমারী এলাকার শ্যামচরণ মণ্ডলের দল, যুগ্মভাবে দ্বিতীয় গাজোলের পূর্ব বিল আহরা এলাকার সঞ্জিত সরকার ও ডারিমারি এলাকার ধীরেন মজুমদারের দল এবং তৃতীয় পূর্ব বিল আহরের ভাসা রায়ের দল। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দলকে সাত হাজার, পাঁচ হাজার, তিন হাজার টাকা এবং একটি করে ট্রফি দেওয়া হয়।