সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বাড়ি হরিরামপুর থানার গোকর্ণ এলাকায়। শুক্রবার রাতে কিশোরীকে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বাবা। মাকে জানালেও প্রতিবাদ করেনি বলে অভিযোগ। নিরুপায় কিশোরী প্রতিবেশী এক ব্যক্তিকে রাতেই ঘটনার কথা জানায়। তখন ক্ষুব্ধ বাসিন্দারা অভিযুক্তকে বাড়ি থেকে বের করে মারধর দেন বলে স্থানীয় সূত্রে খবর। পরে হরিরামপুর থানার পুলিস গিয়ে বাবাকে আটক করে। যদিও অভিযুক্ত বলে, আমি এরকম কাজ করিনি। মিথ্যে অভিযোগ করে পাড়ার লোক ধরেছে। পঞ্চম শ্রেণির ওই পড়ুয়া অভিযোগে জানিয়েছে, বাবা তাকে দু’মাস ধরে ধর্ষণ করছে। বাড়িতে কয়েকবার জানালেও কেউ প্রতিবাদ করেনি। লোকলজ্জার ভয়ে কিশোরী বিষয়টি বাইরের কাউকে জানায়নি। পুলিস কিশোরীর ডাক্তারি পরীক্ষা করিয়ে চাইল্ড লাইনে পাঠানোর ব্যবস্থা করেছে। শনিবার অভিযুক্তকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তুললে বিচারক দু’দিনের পুলিস হেপাজতের নির্দেশ দিয়েছেন। গঙ্গারামপুর মহকুমা পুলিস আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, হরিরামপুরের কিশোরী বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে। দু’মাস ধরে নির্যাতন করছিল অভিযুক্ত। তাকে গ্রেপ্তার করে খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় এক বাসিন্দার কথায়, কিশোরী রাতে নির্যাতনের কথা জানালে অভিযুক্তকে পুলিসের হাতে তুলে দিয়েছিলাম। উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন।
আদিবাসী ইউনাইটেড ফোরামের আহ্বায়ক মদন মুর্মুর মন্তব্য, হরিরামপুরে ১৫ দিনের মধ্যে দুটি ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা প্রশাসনের কাছে অভিযুক্তদের সর্বোচ্চ সাজার দাবি জানাব।