নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব। ... বিশদ
ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান রিচার্ড হেল্ডও এই বৈঠক নিয়ে আশাবাদী। তিনি জানিয়েছেন, নতুন উদ্যোমে ভবিষ্যৎ বাণিজ্য ও বিনিয়োগের জন্য ভারতের সঙ্গে সুম্পর্ক স্থাপনে তৎপর ব্রিটেন সরকার। শিল্প ও বাণিজ্যমন্ত্রীর নয়াদিল্লি সফর সেই বিষয়কে নিশ্চিত করছে। রিচার্ডের কথায়, ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ফের শুরু হওয়ায় আমরা খুবই খুশি। আলোচনা সদর্থক হলে তা দুই দেশের আর্থিক বৃদ্ধিতে সহায়ক হবে। জানা গিয়েছে, দিল্লির জাতীয় ক্র্যাফট মিউজিয়াম পরিদর্শন করবেন ব্রিটেনের প্রতিনিধি দল। তারপর গুরুগ্রামে ব্রিটিশ টেলিকমের দপ্তরেরও যাবেন। এই সফরেই ব্রিটেনের বিনিয়োগমন্ত্রী পপি গুস্তাফাসন মুম্বই ও বেঙ্গালুরুতে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করে বিনিয়োগের আহ্বান জানাবেন। গত পাঁচ বছরে ব্রিটেনে দ্বিতীয় সর্বাধিক বিদেশি বিনিয়োগ রয়েছে ভারতে। পরিসংখ্যান বলছে, ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৮ শতাংশ হারে তা বেড়েছে। ব্রিটেনের শিল্প ও বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস।