নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব। ... বিশদ
রাত পর্যন্ত পাওয়া খবরে দেখা গিয়েছে, কনজারভেটিভ জোটের ঝুলিতে এসেছে ২৮.৬ শতাংশ ভোট (২০৯টি আসন)। এবারের ভোটে উত্থান ঘটেছে ডানপন্থীদেরও। অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) উঠে এসেছে দ্বিতীয় স্থানে। তাদের পক্ষে এসেছে ২০.৪ শতাংশ (১৪৯টি আসন)। গত ২০২১ সালের নির্বাচনের তুলনায় যা প্রায় দ্বিগুণ। সবচেয়ে খারাপ ফল সোশ্যাল ডেমোক্র্যাটদের। তাদের ঝুলিতে এসেছে ১৬.৩ শতাংশ (১১৯টি আসন)। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এমন শোচনীয় ফলাফলের সম্মুখীন । এদিকে, জয় স্পষ্ট হতেই জোট সরকার গড়ার ইঙ্গিত দিয়েছেন ফ্রেডরিখ মের্ৎস।