নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব। ... বিশদ
১৯৭১ সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে জন্ম হয় বাংলাদেশের। জন্মলগ্ন থেকে এতদিন ইসলামাবাদের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ রেখিছিল ঢাকা। কিন্তু এই প্রথম দু’দেশের মধ্যে সরাসরি বাণিজ্য শুরু হল। জানা গিয়েছে, ফেব্রুয়ারির শুরুর দিকে ইসলামাবাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করে ইউনুস সরকার। সেই অনুযায়ী, ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান (টিসিপি) থেকে দু’দফায় মোট ৫০ হাজার টন চাল কিনছে বাংলাদেশ। প্রথম দফায় ২৫ হাজার টন চাল নিয়ে বাংলাদেশের বন্দরের পথে রওনা দিয়েছে পাকিস্তানি একটি কার্গো জাহাজ। মার্চের গোড়ার দিকে দ্বিতীয় পণ্যবাহী জাহাজ বাংলাদেশের কোনও বন্দরে নোঙর করবে বলে জানা গিয়েছে। এটি দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে এটি একটি মাইলফলক বলে মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে।