নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব। ... বিশদ
রবিবার ইউক্রেন বায়ুসেনার মুখপাত্র ইউরি ইগনাট জানিয়েছেন, শনিবার রাতে সঙ্গে মোট ২৬৭টি ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনা। টার্গেটে ছিল খারকিভ, পোলটাভা, সামি, কিয়েভ, ওডেসা সহ দেশের একাধিক এলাকা। তার মধ্যে ১৩৮টি ড্রোন হামলা প্রতিহত করা সম্ভব হয় বলে দাবি কিয়েভের। ফলে সেগুলি কোনও ক্ষতি করতে পারেনি। তবে বাকি ড্রোনগুলি নিয়ে সঠিকভাবে কোনও তথ্য দেননি ইগনাট। জানা গিয়েছে, ড্রোন ছাড়াও ইউক্রেনে তিনটি ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র ছোড়া হয়েছিল পুতিনের দেশ থেকে। যার জেরে পাঁচটি অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে কিয়েভের তরফে জানানো হয়েছে।
এদিনের হামলার তীব্র নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, ‘প্রতিদিন ইউক্রেনের মানুষ এই জঙ্গি হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। তাই ইউক্রেনবাসী ও দেশের বায়ুসেনাকে ধন্যবাদ জানাই। যারা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই হামলার বিরুদ্ধে একত্রিত হয়ে লড়ছেন, তাঁদের প্রত্যেকের কাছেও কৃতজ্ঞ। এই মুহূর্তে আমরা ইউরোপের, আমেরিকার সকলের সমর্থন চাই।’