নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব। ... বিশদ
বারবার ফিরে এসেছে ভারতে আর্থিক অনুদান দেওয়ার প্রসঙ্গ। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারতের এই অনুদানের কোনও প্রয়োজন নেই। এভাবে ভারত আমেরিকার থেকে অন্যায্য সুবিধা নিচ্ছে বলেও অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ভারতকে ভোটের হার বাড়াতে ২ কোটি ১০ লক্ষ ডলার বা ১৮২ কোটি টাকা অনুদানের জন্য মার্কিন সংস্থা ইউএস-এইডকে নিশানা করেছিলেন তিনি।
সিপ্যাকের অনুষ্ঠানে তিনি বলেন, ‘ভারতকে নির্বাচনে সাহায্যের জন্য ১ কোটি ৮০ লক্ষ ডলার দেওয়া হয়েছিল কেন? আমরা নির্বাচনের জন্য ভারতকে টাকা দিয়েছি। কিন্তু ওদের অর্থের প্রয়োজন নেই।’ সমালোচনার সুর চড়া করে ট্রাম্প আরও বলেন, ‘ওরা আমাদের থেকে ভালোই সুবিধা নিচ্ছে। বিশ্বের সবচেয়ে বেশি কর ধার্যকারী দেশগুলির মধ্যে ভারতও আছে। আমরা ওদের ২০০ শতাংশ কর দিচ্ছি, আবার টাকা দিয়ে সাহায্যও করছি।’ ইউএসএডের মাধ্যমে বাংলাদেশকে ২ কোটি ৯০ লক্ষ ডলার অনুদানেরও কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, ওই টাকা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট শক্তিশালী করতে ও তারা যাতে উগ্র বামপন্থীদের ভোট দিতে পারে, তার জন্য ওই অনুদান দেওয়া হয়েছে। - ফাইল চিত্র