সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
প্রিয়াঙ্কা শর্মা উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা। মৃতার পরিবারের অভিযোগ, প্রিয়াঙ্কার স্বামী অশিষ শ্রীবাস্তব তাঁকে খুন করেছেন। গতকাল, সোমবার রাতে লখনউয়ের পিজিআই থানায় অশিষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরও করেছে মৃতার পরিবার।
পুলিস সূত্রে খবর, অশিষের সঙ্গে থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সঙ্গে ছিল তাঁদের পুত্র সন্তানও। অশিষ পেশায় একজন চিকিৎসক। তিনি উত্তরপ্রদেশের একটি হাসপাতালে কর্মরত। পাটায়ার যে হোটেলে তাঁরা ছিলেন, সেখান থেকেই পুলিস প্রিয়াঙ্কার দেহ উদ্ধার করেছে। অশিষের দাবি, স্নান করতে গিয়ে বাথটবে ডুবে মৃত্যু হয়েছে তাঁর।
এদিকে, মৃতার বাবা সত্যনারায়ণের অভিযোগ, অশিষই তাঁর কন্যাকে খুন করেছে। তিনি বলেন, অশিষের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। শুধু তাই নয়, বিয়ের পর থেকেই সে প্রিয়াঙ্কার উপরে শারীরিক এবং মানসিক অত্যাচার করত। প্রিয়াঙ্কা তার বিরুদ্ধে একবার পুলিসেও অভিযোগ জানিয়েছিল। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। এমনকী প্রিয়াঙ্কাকে খুনের পরিকল্পনা করেই অশিষ তাঁদের ঘুরতে নিয়ে গিয়েছিল বলে অভিযোগও করেছেন সত্যনারায়ণ। তবে এটা খুন, আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিস। শুরু হয়েছে তদন্ত।