সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
আজ, মঙ্গলবার ভোরে লস অ্যাঞ্জেলেসের ১৬০ বর্গকিলোমিটারেরও বেশি জমি আগুনের গ্রাসে চলে গিয়েছে। আমেরিকার আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝোড়ো হাওয়ার গতিবেগ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ফলে কঠিন হচ্ছে আগুন নেভানোর কাজ। এর জেরে দাবানলের তাণ্ডব আরও ভয়াবহ হতে পারে। বাড়তে পারে মৃতের সংখ্যাও। মঙ্গলবার হাওয়ার গতিবেগ সবচেয়ে বেশি থাকবে বলে জানিয়েছে তারা। সূত্রের খবর, লস এঞ্জেলসের ৯২ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। দাবানলের জেরে বাতিল করা হয়েছে অস্কারের অনুষ্ঠানও। বর্তমানে আগুন নেভানোর কাজে নিযুক্ত রয়েছেন ১৪ হাজারের বেশি দমকলকর্মী।
ক্যালিফোর্নিয়ার রাজ্যপাল গাভিন নিউসম বলেন, “আমেরিকার ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ একটি প্রাকৃতিক দুর্যোগ।”
লস এঞ্জলস দমকল বিভগের প্রধান ক্রিস্টিন ক্রাউলির কথায়, “প্যালিসেডের বিভিন্ন এলাকায় এখনও আগুন জ্বলছে। এই মুহূর্তে সেখানে যাওয়া অত্যন্ত বিপজ্জনক। বিদ্যুৎ নেই, জল নেই। বহু জায়গায় জ্বালানি সরবরাহের লাইন পর্যন্ত ফেটে গিয়েছে।”