সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
গত বুধবার আমেরিকার আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, আমাগী কাল অর্থাৎ মঙ্গলবার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কারণ, হাওয়ার গতিবেগ ক্রমেই জোরালো হচ্ছে। ফলে নতুন করে আগুনের গ্রাসে চলে যেতে পারে একাধিক এলাকা। স্থলভূমিতে হাওয়ার গতিবেগ রয়েছে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং পার্বত্য অঞ্চলে তা পৌঁছে যেতে ১১৩ প্রতি ঘণ্টার কাছাকাছি। তাই আগুন নেভানোর কাজে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমেরিকার সাতটি রাজ্যের পাশাপাশি কানাডা এবং মেক্সিকো থেকেও এসেছে দমকলের আধিকারিকরা। আগুনের জেরে এখন পর্যন্ত ১৪৫ বর্গ কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে হাজার হাজার বাড়ি। চারিদিকে শুধুই ছাই আর বিষাক্ত কালো ধোঁয়া। আকাশপথেও আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে।
ক্যালিফোর্নিয়ার রাজ্যপাল গাভিন নিউসম বলেন, “আমেরিকার ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ একটি প্রাকৃতিক দুর্যোগ। এক লক্ষেরও বেশি মানুষর ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেড় লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ এসেছে। মোট ন’টি পুনর্বাসন কেন্দ্রে বর্তমানে ৭০০-রও বেশি মানুষ রয়েছেন।”