লস এঞ্জেলস: যত দিন যাচ্ছে ততই ভয়ঙ্কর চেহারা নিচ্ছে লস এঞ্জেলসের দাবানল। ইতিমধ্যে এই প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬। ঘরছাড়া লক্ষাধিক। প্রতি মুহূর্তে নতুন নতুন এলাকা গ্রাস করছে আগুনের লেলিহান শিখা। বর্তমানে হাওয়ার জোর কিছুটা কম। তবে বেশিক্ষণ শান্ত থাকবে না প্রকৃতি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, খুব শীঘ্রই ফের জোরালো হাওয়া শুরু হতে পারে। ফলে আগুন আরও ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা। সেক্ষেত্রে জে পল গেটি মিউজিয়াম ও ক্যানিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের দিকে চলে যেতে পারে বিধ্বংসী আগুন। এই পরিস্থিতিতে দাবানল নিয়ন্ত্রণের মরিয়া চেষ্টা চালাচ্ছে দমকল। আকাশপথেও আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে। আগুনের জেরে এখন পর্যন্ত ১৪৫ বর্গ কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে হাজার হাজার বাড়ি। চারিদিকে শুধুই ছাই আর বিষাক্ত কালো ধোঁয়া। লস এঞ্জেলসের এই ধ্বংসলীলার সাক্ষী অভিনেত্রী প্রীতি জিন্টাও। স্বামী জিন গুডএনাফের সঙ্গে বর্তমানে সেখানেই রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লিখেছেন, ‘এখনও নিরাপদে রয়েছি। তবে আমাদের চারপাশে যে ভয়ানক ধ্বংসলীলা চলছে, তা দেখে স্তম্ভিত। কখনও ভাবিনি যে এই দিনটা দেখতে হবে।’
দাবানল শুরুর সময় কাজের সূত্রে বাইরে ছিলেন আল্টাডেনার বাসিন্দা ব্রিজেট বার্গ। টিভিতে বাড়ি পুড়ে যাওয়ার খবর দেখতে পান তিনি। দু’দিন পর পরিবার নিয়ে যখন ফিরলেন, তখন সব শেষ। ধ্বংসাবশেষ হাতড়ে মাটির হাড়ি ছাড়া বেশি কিছু পাওয়া গেল না। ১৬ বছরের স্মৃতি এক লহমায় শেষ।