সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
রবিবার ঝিনাইদহের শৈলকুপায় স্কুল পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটি গঠনের কথা ছিল। আহ্বায়কের নাম প্রস্তাবকে কেন্দ্র করে মারপিটে জড়ান বিএনপি ও জামাতের কর্মী-সমর্থকরা। এই ঘটনায় জখম হয়েছেন দু’পক্ষের অন্তত ২৫ জন। তিনজনের আঘাত গুরুতর। বেশ কয়েকটি বাড়ি ও দোকানে ভাঙচুর করা হয়। স্থানীয় সূত্রে খবর, আহ্বায়ক পদে প্রার্থী ছিলেন জামাত নেতা মতিয়ার রহমান ও স্থানীয় বিএনপি নেতা নওশের আলির মেয়ে নূরজাহান বেগম। বৈঠক চলাকালীন দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরপর দু’পক্ষের লোকজনই বেরিয়ে এসে অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। অন্যদিকে, পিরোজপুরে লিফলেট বিতরণের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একে-অপরের উদ্দেশে ‘ভুয়ো’ বলে স্লোগান দিতে শুরু করে দু’পক্ষই। সম্প্রতি বৈষম্যবিরোধী নেতা-কর্মীদের একাংশ নাগরিক কমিটি গঠন করেন। ফলে এই দুই সংগঠনের হাতাহাতি ঘিরে স্বাভাবিকভাবেই আলোচনা শুরু হয়েছে। শনিবার রাতে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। তাতেও তিনজন আহত হয়েছেন।
অন্যদিকে, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তান প্রীতি বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের। এবার পাকিস্তানিদের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করল ঢাকা। এতদিন পাকিস্তানের মিশন প্রধানদের ভিসা ইস্যু করার আগে ঢাকার ছাড়পত্র নিতে হত। সেই নিয়ম বাতিল করেছে ইউনুস সরকার। ইসলাবাবাদে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হুসেন লাহোরে একথা জানিয়েছেন। ইউনুস সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করতে বিশেষভাবে আগ্রহী বলেও জানিয়েছেন তিনি।