সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
দাবানলে নিজের বাড়ি হারিয়েছেন হলি তারকা প্যারিস হিল্টনও। নিজে গিয়ে ধ্বংসের ছবি প্রত্যক্ষ করেছেন। এরপরেই দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য একটি ত্রাণ তহবিল খুললেন প্যারিস। অভিনেত্রী নিজে ওই তহবিলে ১ লক্ষ মার্কিন ডলার দান করেছেন। ইনস্টাগ্রামে প্যারিসের আবেগঘন বার্তা, ‘লস এঞ্জেলসের ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছি। নিজে মা হয়ে বুঝতে পারছি, সন্তানের জন্য নিরাপদ আশ্রয় না থাকা কতটা কষ্টের। গৃহহীন পরিবার ও শিশুদের কথা ভেবে এই ত্রাণ তহবিল খুললাম।’ ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ডিজনি, প্যারামাউন্ট সহ একাধিক প্রয়োজনা সংস্থা।
ইতিমধ্যে এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। গৃহহীন লক্ষ লক্ষ মানুষ। বিষাক্ত কালো ধোঁয়ায় ঢেকেছে লস এঞ্জেলস ও তার আশপাশের একাধিক এলাকার আকাশ। ধোঁয়ার হাত থেকে বাঁচতে বাসিন্দাদের বাড়ি ছাড়ার পরামর্শ দিয়েছে লস এঞ্জেলস দমকল বিভাগ। সূত্রের খবর, এখন পর্যন্ত ৩৫ হাজার একর এলাকা গ্রাস করেছে আগুনের লেলিহান শিখা। লস এঞ্জেলসের এই ভয়াবহ দাবানলকে ‘যুদ্ধের ছবি’ আখ্যা দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনতে ক্যালিফোর্নিয়াকে সবরকম সাহায্য করা হবে।’