নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব। ... বিশদ
এদিন স্টেশনে বৈষ্ণব সংশ্লিষ্ট ফুট ওভার ব্রিজে যান। ১৪, ১৫ এবং ১৬ নম্বর প্ল্যাটফর্মের হাল হকিকত খতিয়ে দেখেন। বর্তমানে স্টেশনের এই ১৬ নং প্ল্যাটফর্ম থেকেই যাবতীয় প্রয়াগরাজগামী কুম্ভ স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। পরে বৈষ্ণব বলেন, ভিড় নিয়ন্ত্রণের যাবতীয় ব্যবস্থাই করেছে রেল। টিকিট থাকলে তবেই সরাসরি প্ল্যাটফর্মে যেতে পারছেন যাত্রীরা। যাঁদের নেই, তাঁরা স্টেশনে এসে প্রথমে হোল্ডিং এরিয়ায় যাচ্ছেন। সেখানেই রয়েছে অসংরক্ষিত টিকিট কাটার ব্যবস্থা। টিকিট বুকিংয়ের পরেই প্ল্যাটফর্মে যাওয়ার ছাড়পত্র মিলছে।