নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব। ... বিশদ
দেরাদুনের ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়ার বৈজ্ঞানিক বিভাস পান্ডবের কথায়, ‘চলতি বছর জলবায়ু পরিস্থিতি আরও বেশি অনুকূল। তাই অলিভ রিডলে কচ্ছপের অন্যতম ঠিকানা হয়ে উঠেছে রুশিকুলিয়া নদীর মোহনা।’ খাল্লিকোটের রেঞ্জ অফিসার দিব্য শঙ্কর বেহেরা জানিয়েছেন, ডিম সুরক্ষিত রাখতে নিউ পোদামপেটা থেকে প্রয়াগী পর্যন্ত প্রায় ৯ কিমি এলাকা ঘিরে দেওয়া হয়েছে। তাঁর কথায়, ‘ডিম সুরক্ষিত রাখতে সবরকম ব্যবস্থ নেওয়া হয়েছে। ৪৫ দিনের মধ্যেই ডিমগুলি ফুটবে।’