নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব। ... বিশদ
নতুন করে সংঘাতে সূত্রপাত গত শুক্রবার। কর্ণাটকের বেলগাভি জেলায়। মারাঠি ভাষায় কথা বলতে না পারায় সরকারি বাসের কন্নড়ভাষী কন্ডাকটরকে বেধড়ক মারধর করা হয়। ওই ঘটনার চারজনকে গ্রেপ্তার করে পুলিস। পাল্টা ওই কন্ডাকটরের বিরুদ্ধে নাবালিকা যাত্রীকে হেনস্তার অভিযোগে পকসো আইনে মামলা দায়ের হয়েছে। পাল্টা শনিবার চিত্রদুর্গা জেলায় মহারাষ্ট্রের একটি সরকারি বাসকে নিশানা করেছে কয়েকজন দুষ্কৃতী। হিরিউর তালুকের গুইলাল এলাকায় মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসটি আটকে দেওয়া হয়। সেটিতে ভাঙচুরের পাশাপাশি বাসচালক ভাস্কর যাদবের মুখে কালি লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। হামলায় যুক্ত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিস। এরপরই মুম্বই থেকে বেঙ্গালুরু বাস পরিষেবা বন্ধের ঘোষণা করেন মহারাষ্ট্রের পরিবহণমন্ত্রী প্রতাপ সারনিক। এরমধ্যে রবিবার কর্ণাটক সরকারের একটি আল্ট্রা-লাক্সারি বাস হামলার মুখে পড়ে। কালো কালি দিয়ে তাতে ‘জয় মহারাষ্ট্র’, ‘মারাঠা’, ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’ লিখে দেওয়া হয়। তারপর মহারাষ্ট্রের সঙ্গে বাস পরিষেবা বন্ধ করে দিয়েছে কর্ণাটকও।
বেঙ্গালুরুতে পরিবহণ দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, আপাতত কর্ণাটক থেকে মহারাষ্ট্রে কোনও বাস যাচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মহারাষ্ট্রের পরিবহণ দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।