নয়াদল্লি: রেলে নিয়োগ দুর্নীতি। ১৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার এই ঘটনায় অভিযুক্ত তিন রেলকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। রেল সূত্রে জানানো হয়েছে, সেন্ট্রাল রেলওয়েজের ভিজিল্যান্স দপ্তরের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত করে সিবিআই। এরপর এফআইআর দায়ের করা হয়। এফআইআরে সিবিআই জানিয়েছে, পুরো দুর্নীতিটি হয়েছে পশ্চিম-মধ্য রেলের কোটা ডিভিশনে। তাতে জড়িত রাজেন্দ্র কুমার মিনা, স্বপ্না মিনা ও চিত্রম মিনা নামে রেলেই তিন আধিকারিক। এছাড়াও লক্ষ্মী মিনা নামে আরও একজনের নাম উল্লেখ করা হয়েছে। সিবিআই জানিয়েছে, প্রকৃত পরীক্ষার্থীর হয়ে এই লক্ষ্মীই পরীক্ষায় বসেছিলেন।
সিবিআই জানিয়েছে, ডামি পরীক্ষার্থী লক্ষ্মী মিনার ছবি, ভুয়ো পরিচয়পত্র, আঙুলের ছাপ নিয়োগ প্রক্রিয়ায় ব্যবহার করা হয়। এই পুরো প্রক্রিয়ার ব্লু প্রিন্ট তৈরি করেন স্বপ্না মিনা। তাঁকে সাহায্য করেছিলেন অন্যরা। এফআইআরের পরেই অভিযুক্তদের সন্ধানে কোটা এবং সোওয়াই মাধেপুরায় তল্লাশি চালানো হয়।