নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব। ... বিশদ
সদ্য দিল্লির রাজপাট হারিয়েছে আপ। বিধানসভার বিরোধী দলনেতা বেছে নিতে রবিবার বৈঠকে বসেছিলে দলের শীর্ষ নেতৃত্ব। কেজরিওয়াল ছাড়াও উপস্থিত ছিলেন আপের ২২ জন বিধায়ক। পরে সাংবাদিক বৈঠকে আহ্বায়ক গোপাল রাই জানান, বিধানসভার বিরোধী দলনেত্রী হিসেবে আতিশীর নাম প্রস্তাব করেছিলেন বুরারির বিধায়ক সঞ্জীব ঝা। বৈঠকে উপস্থিত সকলেই তাতে সায় দিয়েছেন। একাধিক মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছে দিল্লি। সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত থেকে শুরু করে বর্তমানে রেখা গুপ্তা। কিন্তু, রাজধানীর বিধানসভার ইতিহাসের কোনও মহিলাকে বিরোধী শিবিরের মুখ হিসেবে দেখা যায়নি। নতুন দায়িত্ব পেয়েই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন আতিশী। বলেন, ‘বিধানসভায় শক্তিশালী বিরোধীর ভূমিকা পালন করবে আপ। বিজেপি যে সব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলি যাতে দ্রুত মানুষের কাছে পৌঁছয়, তা নিশ্চিত করব আমরা।’ সেইসঙ্গে মনে করিয়ে দেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির মা-বোনেদের মাসে আড়াই হাজার টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। রেখা গুপ্তার নেতৃত্বাধীন বিজেপি সরকারকে তা দ্রুত চালু করতে হবে বলে দাবি জানিয়েছেন আতিশী।