সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
পুলিস জানিয়েছে, প্রয়াগরাজে পুণ্যস্নান সেরে ৫০ জন পুণ্যার্থী নিয়ে তেলেঙ্গানায় ফিরছিল বাসটি। পথে মথুরার বৃন্দাবনে কোনও ভাবে আগুন লেগে যায় বাসে। দাউ দাউ করে জ্বলে ওঠে বাসটি। খবর যায় দমকলে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মথুরার জেলাশাসক শৈলেন্দ্র কুমার সিং ও অন্যান্য আধিকারিকরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় দমকলকর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। তবে আগুন নেভার পর বাসের ভিতর থেকে ঝলসে যাওয়া এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেন তাঁরা। জানা যায়, বছর ৬০-এর ওই বৃদ্ধার নাম শীলন দ্রপথ। তিনি তেলেঙ্গানার নির্মল জেলার পালসি গ্রামের বাসিন্দা। কিন্তু অন্যরা বেঁচে গেলেও তাঁর মৃত্যু হল কীভাবে?
জানা গিয়েছে, দুর্ঘটনা যখন ঘটে সেই সময় বাসের বাকি যাত্রীরা একটি মন্দির দর্শনে গিয়েছিলেন। তবে ওই বৃদ্ধা অসুস্থ থাকার কারণে বাসে একাই ছিলেন। বাসের পিছনের আসনে বসে বিড়ি খাচ্ছিলেন। আর সেই বিড়ির আগুন থেকেই কোনওভাবে আগুন লেগে যায় বাসটিতে। অন্তত প্রাথমিক তদন্তে এমনটাই জানা যাচ্ছে। তবে বিড়ি থেকেই আগুন লেগেছে নাকি ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।