সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
সেই প্রবণতায় মঙ্গলবার দেখা গেল সম্পূর্ণ নতুন এক জয়ধ্বনি। ভারতের আবহাওয়া বিজ্ঞান বিভাগের দেড়শো বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করলেন, প্রকৃতির পূর্বাভাসও বিগত ১০ বছরেই সবথেকে বেশি উন্নত হয়েছে। পাশেই তখন প্রধানমন্ত্রী। বিগত ১০ বছরে মোদিজির শাসনকালে আবহাওয়া বিভাগের পূর্বাভাস ৫০ শতাংশ বেশি সঠিক হয়ে গিয়েছে। জিতেন্দ্র সিং বলেছেন, সকলেই জানতে চায় আগামী কাল আবহাওয়ায় কী হবে? কিন্তু মোদিজি এক ধাপ এগিয়ে সর্বদা। তিনি জানতে চান আগামী কাল আবহাওয়া কী করবে। আর ভারতের আবহাওয়া বিভাগ এখন সেই সাফল্য অর্জন করেছে। এই সাফল্য সম্ভব হয়েছে মোদিজির উদ্যোগেই। এই একই অনুষ্ঠানে মোদি নিজেও দাবি করেছেন যে, তাঁর আগে পূর্ববর্তী সরকারগুলির সময়কালে সাইক্লোনে ক্ষয়ক্ষতি অনেক বেশি হতো। প্রাণহানি হতো। কিন্তু বিগত ১০ বছরে সাইক্লোনের ফলে প্রাণহানি অনেক কমে গিয়েছে। কারণ সঠিক পূর্বাভাস দেওয়া হয়। পূর্বতন প্রধানমন্ত্রীদের সময়কালে দুটি উদাহরণের কথা মনে করিয়ে দেন মোদি। ১৯৯৮ এবং ১৯৯৯। যখন প্রাকৃতিক বিপর্যয়ে বিপুল ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছিল। কারণ পূর্বাভাস দেওয়া যায়নি। প্রসঙ্গত এই দুই বছরই প্রধানমন্ত্রী ছিলেন অটলবিহারী বাজপেয়ি। অর্থাৎ মোদির তালিকাভুক্ত ব্যর্থদের মধ্যে তিনিও আছেন!