বরেলি, ১৪ জানুয়ারি: বিয়েতে উপহার দেননি বাবা! শুধুমাত্র এই অভিযোগ নিয়েই সটান জেলাশাসকের দ্বারস্থ মেয়ে। করলেন অভিযোগ দায়েরও। এমনই আজব ঘটনাটি যোগীরাজ্যের বরেলীর। জানা গিয়েছে, গত ২০২০ সালের এপ্রিল মাসে পাশের শহরের এক ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল ওই মহিলার। তখন ছিল লকডাউন। সেই কারণে গৃহস্থালি সামগ্রী যেমন খাট, আলমারি, বিছানা, টিভি, ফ্রিজ-সহ একাধিক সামগ্রী কিছুই মেয়েকে উপহার দিতে পারেননি ‘অপারগ’ বাবা। তবে ‘বিদাই’-এর সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে লকডাউন কাটতেই তা দিয়ে দেবেন। কিন্তু লকডাউন কাটলেও চার চারটি বছর কেটে গিয়েছে। কিন্তু সেই উপহার আর আসেনি মেয়ের শ্বশুরবাড়িতে। রাখা হয়নি প্রতিশ্রুতিও। উল্টে এই প্রসঙ্গ কথা বলতে গেলে মেয়ের সঙ্গে সে বিষয়ে কথাও বলতে চান না তিনি। তাই রেগেমেগে জেলাশাসকের দপ্তরে বাবার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করতে হাজির হন মেয়ে।
এদিকে, মেয়ের এমন কাণ্ড দেখে তো মাথায় হাত বাবার। সামান্য কিছু উপহার পাঠানো হয়নি বলে সোজা জেলাশাসকের দপ্তরে গিয়ে অভিযোগ! এমনটা নাকি স্বপ্নেও ভাবতে পারেননি অভিযুক্ত। এরপরই জেলাশাসক দপ্তরের হস্তক্ষেপে তড়িঘড়ি মেয়েকে উপহারে ভরিয়ে দিলেন বাবা। চাহিদা মতো মেয়ের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিলেন সকল সামগ্রী। জানান, এই কাণ্ডের জেরে খরচ পড়ল অনেকটাই। তবে সম্মাণ তো বাঁচল!