সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বৈধ লাইসেন্স নিয়ে ব্যবহার করতে হয় অ্যামেচার রেডিও বা হ্যাম রেডিও। এই রেডিও অপারেটরদের জন্য একটি স্পেকট্রাম নির্দিষ্ট করা আছে। কথা বলার সময়, নিজের কল সাইন দিতে হয়। অর্থাৎ, নিজের পরিচয়। বিপর্যয়ের সময় এই অ্যামেচার রেডিও অপারেটররা সহযোগিতার কাজ করেন। বিপর্যয়ের সময় আবহওয়ার সমস্যার জন্য সিগন্যাল কম থাকে। তাই বেশ কয়েকমাস আগে সোদপুরে একটি রিপিটার বসিয়েছিল ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব। সংগঠনের দাবি, ওই রিপিটারের রেঞ্জ বাংলাদেশের ঢাকা পর্যন্ত। অর্থাৎ, ওই দেশের লাইসেন্সপ্রাপ্ত সদস্যরাও এই রিপিটার ব্যবহার করতে পারেন।
অ্যামেচার রেডিওর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সাধারণ সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস বলেন, কিছুদিন আগেই আমরা লক্ষ করেছি, সোদপুরের রিপিটার ব্যবহার করে বাংলাদেশে কিছু সন্দেহভাজন কোড ল্যাঙ্গুয়েজে কথা বলছে। আমরা তাদের কল সাইন জিজ্ঞাসা করেছি। কিন্তু, কোনও উত্তর পাইনি। অম্বরীশ বলেন, কোডে কথা বললেও বাংলা ভাষা ব্যবহার করা হচ্ছে। কিন্তু, খুব দ্রুত। লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তিরা কল সাইন গোপন করেন না। তাই বিষয়টি নিয়ে আমরা উদ্বিঘ্ন। কারণ, আমাদের দেশের রিপিটার ব্যবহার করেই ওরা কথা বলছে! তাই আমাদের দেশের নিরাপত্তার স্বার্থে আমরা ওই রিপিটারের ইনপুট
এবং আউটপুট কার্যক্ষমতা কমিয়ে দিয়েছি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও জানানো হচ্ছে।