সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৬৫০ ফুট উচ্চতায় এই টানেল তৈরিতে খরচ হয়েছে ২ হাজার ৭০০ কোটি টাকা। ৬.৫ কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গ শ্রীনগর ও সোনমার্গের মধ্যে সারা বছর যোগাযোগ রাখতে সাহায্য করবে। শীতকালে প্রবল তুষারপাতে বাকি উপত্যকার সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় সোনমার্গ। সেই সমস্যার স্থায়ী সমাধান হবে এবার। সেইসঙ্গে লাদাখের সঙ্গে শ্রীনগরের দূরত্ব ৪৯ কিলোমিটার থেকে কমে হবে ৪৩ কিলোমিটার। জরুরিকালীন সময়ে টানেলের ভিতর উদ্ধারকাজের জন্য রয়েছে সাড়ে সাত মিটার চওড়া প্যাসেজ। ২০২৮ সালের মধ্যে জোজিলা টানেলের কাজ সম্পূর্ণ হবে। ফলে ভারী তুষারপাতের মধ্যেও পৌঁছে যাওয়া যাবে লে, কার্গিলের মতো এলাকায়।
এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘এটাই মোদি—যা প্রতিশ্রুতি দেয়, করে দেখায়। উপত্যকাবাসীর জন্য যে আশ্বাস দেওয়া হয়েছে তা পূরণ করা হবে।’ এভাবে জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর ইঙ্গিতই প্রধানমন্ত্রী দিলেন বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, সবকিছুর একটা সময় থাকে। তাই সঠিক সময়ে সেগুলি বাস্তবায়িত হবে।
এদিন সুড়ঙ্গ উদ্বোধনের সময় প্রতিশ্রুতি রক্ষার জন্য মোদিকে ধন্যবাদ দিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর। কাশ্মীরবাসীর উন্নয়ন ও ফের নিজেদের সরকার নির্বাচিত করতে পারবেন বলে আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই কথা রাখার জন্য মোদির প্রশংসা করেন ওমর।