উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ। ... বিশদ
শপথ গ্রহণের প্রস্তুতি সম্পর্কে জানতে জেএমএম মুখপাত্র সুপ্রিয় ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মানুষের রায়ে আমরা উচ্ছ্বসিত। খোলা জায়গাতেই শপথ গ্রহণ হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হচ্ছে। পশ্চিমবঙ্গের মতো ঝাড়খণ্ডেও বিজেপি পর্যুদস্ত হয়েছে। বাংলা ও ঝাড়খণ্ডের দুই মুখ্যমন্ত্রীর সুসম্পর্ক সবার জানা। ফলে শপথ গ্রহণ অনুষ্ঠানে মমতাদিদির উপস্থিতি অন্য মাত্রা যোগ করবে। সেই সঙ্গে ইন্ডিয়া ব্লকের প্রত্যেক মুখ্যমন্ত্রীকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ করা হচ্ছে। দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কাছে আমন্ত্রণ যাচ্ছে।’ অরবিন্দ কেজরিওয়ালকেও আমন্ত্রণ জানানো হচ্ছে বলেও সূত্রের খবর।
৮১টি আসনের মধ্যে ৫৬টিতে জয়ী হয়ে সরকার গড়তে চলেছে শিবু সোরেনের দল। রবিবার রাজ্যপাল সন্তোষ গাঙ্গওয়ারের সঙ্গে দেখা করেন হেমন্ত। এদিনই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে রাজ্যপালের কাছে সরকার গড়ার দাবি জানিয়ে এসেছেন তিনি। সূত্রের খবর, হেমন্তের নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন কংগ্রেসের ছ’জন বিধায়ক। আরজেডির চার বিধায়কও মন্ত্রী হচ্ছেন বলে জানা গিয়েছে।