নয়াদিল্লি: আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে প্রশাসনে কে কোন দায়িত্বে থাকবেন তার পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) নতুন ডিরেক্টর হতে পারেন জয় ভট্টাভার্য। একাধিক সূত্র উল্লেখ করে এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’। স্বাস্থ্য ও অর্থনীতিবিদ জয়ের জন্ম কলকাতায়। বর্তমানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল ব্যুরো অব ইকনমিক রিসার্চের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। প্রসঙ্গত, অতীতে ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন সরকারের সমালোচনা করেছিলেন জয়। ২০২০ সালের অক্টোবরে ‘গ্রেট ব্যারিংটন ডিক্লারেশন’ নামক চিঠিতে সহ লেখক ছিলেন। চিঠিতে করোনা মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে সরব হন তিনি। খামতির পাশাপাশি কীভাবে উন্নতি করা যায় সেকথাও জানিয়েছিলেন। সেই সময় জয়ের মতামতকে সমর্থন জানিয়েছিল রিপাবলিকান পার্টি। এনআইএইচ-এর তৎকালীন ডিরেক্টরের অবশ্য সেকথা মনে ধরেনি। এবার ট্রাম্প প্রেসিডেন্ট ওয়ার পরেই আমেরিকার গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠানের নতুন ডিরেক্টর হিসেবে এই কৃতী বাঙালির নাম উঠে আসছে। তবে এবিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ট্রাম্প নিজেই।
চলতি মাসে রবার্ট এফ কেনেডিকে ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস পরিচালনার দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ইলেক্ট। এনআইএইচ এই বিভাগেরই অধীন। দেশের স্বাস্থ্য পরিকাঠামোয় এনআইএইচ -এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যক্ষেত্রে উন্নত গবেষণার জন্য গবেষকদের আর্থিক সহায়তা প্রদান করে এই প্রতিষ্ঠান। একইসঙ্গে নিজেদের উদ্যোগেও একাধিক বিষয় নিয়ে গবেষণা করে থাকে। রিপোর্টে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, চলতি সপ্তাহে কেনেডির সঙ্গে বৈঠক করেন জয়। আগামী দিনে এনআইএইচ কে ঢেলে সাজতে কি করা দরকার তার রূপরেখা দিয়েছেন তিনি। সূত্রের খবর, বাঙালি স্বাস্থ্যবিদের কথা কেনেডির পছন্দ হয়েছে। যদিও এবিষয় কোনও মন্তব্য করেননি কেনেডি বা জয়ের মুখপাত্র।