উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ। ... বিশদ
কংগ্রেস সূত্রে খবর, মহিলাদের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে সরকারকে কোণঠাসা করবেন তিনি। সরব হবেন মণিপুর ইস্যুতে। প্রশ্ন ছুঁড়বেন, অশান্ত মণিপুরে কেন মুখ দেখাচ্ছেন না মোদি? এতদিন নির্বাচনী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করেছেন প্রিয়াঙ্কা। এবার সংসদের ফ্লোরে দাঁড়িয়ে সেই আক্রমণের পারদ আরও চড়াবেন তিনি। আজ থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু। তবে প্রিয়াঙ্কা গান্ধী সাংসদ হিসেবে আগামী বৃহস্পতিবার ২৮ নভেম্বর সংবিধান হাতে শপথ নেবেন বলেই দলীয় সূত্রে জানা গিয়েছে। যদিও দলীয় এমপিদের সিংহভাগই চান, আজ শীতকালীন অধিবেশনের প্রথমদিনেই শপথ নিয়ে মোদি বিরোধিতায় সরব হন প্রিয়াঙ্কা।
যদিও দিনক্ষণ, শুভ মুহূর্ত দেখেই সাংসদ হিসেবে শপথ নেবেন বলেই ঠিক করেছেন সোনিয়া-কন্যা। একইসঙ্গে তাঁর লক্ষ্য, লোকসভায় তাঁর উপস্থিতি যেন কোনওভাবে দাদা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ওজন’ না কমিয়ে দেয়। তাই সাংসদ হলেও পরিমিত আচরণেই দলের বাধ্য সদস্য হিসেবেই কাজ করবেন।