উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ। ... বিশদ
উপ নির্বাচনে খালি হাতেই ফিরতে হয়েছে বিএসপিকে। এব্যাপারে মায়াবতী বলেছেন, ভোটে সরকারি মেশিনারিকে কারচুপির কাজে ব্যবহার করা হয়েছে। এজন্যই তিনি উপ নির্বাচন বয়কটের কথা জানিয়েছেন। এদিকে, কুন্দারকি আসনে ভোটারদের বুথে যেতে বাধা দেওয়া হয়েছে বলে আগেই অভিযোগ জানিয়েছিল সপা।
এদিন, রিগিংয়ের প্রতিবাদ জানাতে রবিবার লখনউ যাচ্ছিলেন সপা কর্মীরা। মাঝপথেই গাড়ি থামিয়ে ৩৫ জন সপা কর্মী-সমর্থককে আটক করে পুলিস। এই ঘটনায় রাজ্য সরকারকে একহাত নিয়েছেন সপা নেতা অখিলেশ যাদব। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় সপা সুপ্রিমো বলেছেন ‘কুন্দারকিতে বহু মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। এর প্রতিবাদ জানাতেই সেখানকার লোকজন লখনউ আসছিলেন। আর এতে বিজেপির বেনিয়মের বিষয়টি বেআব্রু হয়ে যেত। সেজন্য পুলিস দিয়ে মাঝপথে তাদের আটকানো হয়েছে। ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।’
প্রসঙ্গত, কুন্দারকি থেকে ১ লক্ষ ৪৪ হাজার ৭৯১ ভোটের ব্যবধানে জিতেছেন বিজেপির রামবীর সিং। এখানে ৬২ শতাংশ সংখ্যালঘু থাকা সত্ত্বেও কীভাবে রামবীর বাজিমাত করলেন, তা নিয়েই জল্পনা শুরু হয়েছে। এই আসনে এর আগে ১৯৯৩ সালে জিতেছিল বিজেপি। সাংবাদিক বৈঠকে মায়াবতী।