বেরিলি (উত্তরপ্রদেশ): ধোঁকা দিল গুগল ম্যাপ! মৃত্যুর পথে ঠেলে দিল একটি গাড়ির তিন আরোহীকে! শনিবার রাতের এমন ঘটনা ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের বেরিলিতে। নির্মীয়মাণ সেতু থেকে রামগঙ্গা নদীতে পড়ে গেল গাড়ি। ফলে মৃত্যু হয়েছে গাড়ির তিন যাত্রীরই। দুর্ঘটনার পর বেরিলির ফরিদপুর থানা ও বদায়ুঁর দানাগঞ্জ থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। জেসিবির সাহায্যে গাড়িটিকে নদী থেকে তোলা হয়। তিনটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিস ঘটনার তদন্তে নেমেছে। জানা গিয়েছে, জিপিএস নেভিগেশনের কারণেই এই দুর্ঘটনা। জিপিএস নেভিগেশনের সহায়তা নিয়ে ওই গাড়িটি সেতুতে উঠে পড়েছিল। ওই সেতুর নির্মাণ কাজ এখনও সম্পূর্ণ হয়নি। বন্যার কারণে সেতুর একটা অংশ ভেসে গিয়েছিল। ফলে গাড়িটি সোজা নদীতে গিয়ে পড়ে।
প্রযুক্তির উপর নির্ভরতা এখন বেড়েছে। গাড়ি চালানোর ক্ষেত্রে অনেকেই গুগল ম্যাপের সাহায্য নেন। কিন্তু চোখ-কান বুজে এধরনের প্রযুক্তি নির্ভরতা যে কতটা বিপজ্জনক, বেরিলির ঘটনা তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। মৃত তিন যুবকেরই পরিচয় জানা গিয়েছে। তাঁরা কোনও বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।