উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ। ... বিশদ
দিন তিনেক আগে আমেদাবাদের কাগদাপীঠ থানা এলাকায় খুন হন এক যুবক। বৃহস্পতিবার তাঁর স্মরণে সভার আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দেন বিজেপি বিধায়ক। সেখানের মৃতের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি এক লক্ষ টাকা আর্থিক সাহায্যও করেন তিনি। তারপর দল ও সরকারকে নিশানা করে অল্পেশ বলেন, ‘মানুষের পাশে দাঁড়িয়ে সমাজবিরোধীদের মোকাবিলা করাই নেতাদের দায়িত্ব। কিন্তু, নেতা ও দুর্নীতিবাজ সরকারি আধিকারিকরা তোলাবাজি ও অপরাধ করে চলেছেন।’ গুজরাতের যুব সম্প্রদায় নেশার ডুবে যাচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন গান্ধীনগর দক্ষিণের বিজেপি বিধায়ক। তিনি বলেন, ‘অবিলম্বে বিভিন্ন আসক্তি বা নেশাকে সমাজ থেকে মুছে ফেলতে হবে। তবে এককভাবে এই সমস্যা সমাধান সম্ভব না। সকলে একত্র হলেই এই সমস্যা মিটবে।’ সাম্প্রতিক সময়ে আমেদাবাদে হিংসার ঘটনা বেড়েছে। কয়েক সপ্তাহের মধ্যে পাঁচজন খুন হয়েছেন। তা নিয়ে উদ্বিগ্ন বিজেপি বিধায়ক।