বিশেষ সংবাদদাতা, আগরতলা: ডাকাতির পর এক মহিলাকে ধর্ষণ করল সশস্ত্র দুষ্কৃতীরা। ঘটনা ত্রিপুরার উত্তর জেলায়। তদন্ত শুরু করেছে পুলিস। জানা গিয়েছে, গত মঙ্গলবার রাতে কদমতলা ব্লকের পূর্ব ফুলবাড়ী গ্রামে এক রাজমিস্ত্রির বাড়িতে হানা দেয় তিন ডাকাতের একটি দল। কাজের সুবাদে গৃহকর্তা বাড়িতে ছিলেন না। জানালা ভেঙে ঘরে ঢুকে অস্ত্র দেখিয়ে তাঁর স্ত্রীর থেকে গয়না এবং নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। এর পরে দুই কন্যা সন্তানের গলায় দা ধরে তাদের সামনেই ওই মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, ডাকাতদের প্রত্যেকের মুখে কাপড় বাঁধা ছিল। যে কারণে তাদের কাউকেই চিনতে পারেননি নির্যাতিতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চুরাইবাড়ি থানার পুলিস। অভিযোগ রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তারা। যদিও রাত পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এদিকে, আগরতলায় কুপিয়ে খুন করা হয়েছে শুভঙ্কর সাহা এক যুবককে। বুধবার রাতে পুজো দেখে বাড়ি ফিরছিলেন তিনি। প্রায় ১২ জন মিলে রড এবং দা দিয়ে তাঁকে কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ পরিবারের।