সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
জানা গিয়েছে, বাইকে করে দহিসার থেকে কান্দিভালি যাচ্ছিলেন করণ রাজপুত ও তাঁর বন্ধু আদিত্য। দ্রুত গতিতে আসা একটি গাড়ি তাঁদের পিছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় দুই কিশোরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আদিত্যর। করণের অবস্থাও আশঙ্কাজনক। তাঁর চিকিৎসা চলছে।
ঘটনাস্থল ও তার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিস। গত কয়েকদিনে মহারাষ্ট্রে বিভিন্ন শহরে হিট অ্যান্ড রানে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকটি ঘটনায় জড়িয়ে পড়েছে প্রভাবশালী রাজনীতিক ও ব্যবসায়ীদের নাম।