সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ ... বিশদ
ব্যবসায়িক প্রয়োজনে সাধারণ মানুষের কাছে পৌঁছতে বহু সংস্থাই গ্রাহকদের ফোন করে থাকে। টেলি মার্কেটিং-সহ এই ধরনের সংস্থাগুলি যখন বাণিজ্যিক উদ্দেশ্যে ফোন করে, তার জন্য তাদের অনুমোদন নিতে হয়। এই অনুমোদন দেয় টেলিকম সংস্থাগুলি। বহু ক্ষেত্রেই দেখা যায়, অনুমোদন না নিয়েই বিভিন্ন সংস্থা গ্রাহকদের ফোন করে নানা বিষয়ে প্রলোভিত করছে। এদের বেশিরভাগই প্রতারণার মতলবে এসব করছে। গ্রাহকদের একটা বড় অংশ দিনের পর দিন সরাসরি ট্রাইয়ের কাছে এই সংক্রান্ত অভিযোগ জানিয়েছে।
সম্প্রতি একটি নির্দেশিকায় ট্রাই জানিয়েছে, একদিকে যেমন কোনোভাবেই অনুমোদনহীন সংস্থাগুলিকে এই কাজ করতে দেওয়া যাবে না, অন্যদিকে যারা অনুমোদন নিচ্ছে, তাদের ফোন নম্বরগুলি ১৪০ বা ১৬০ দিয়ে শুরু হতে হবে। এতে সাধারণ গ্রাহক বুঝতে পারবেন, তাঁরা ভুয়ো ফোনের ফাঁদে পড়ছেন, কি না। যে টেলিকম সংস্থাগুলির মাধ্যমে ওই ভুয়ো ফোনগুলি করা হয়, সেগুলি আটকানোর নির্দেশ দিয়েছে ট্রাই। এরপর গত দু’সপ্তাহে টেলিকম সংস্থাগুলির তরফে ৫০টি সংস্থাকে চিহ্নিত করে ‘কালো’ তালিকাভুক্ত করা হয়েছে বলে তাদের দাবি।