নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব। ... বিশদ
মঙ্গলবার রাজারহাটে কর্পোরেট ভবনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সূত্রের খবর, পরে শহরে এক অনুষ্ঠানে তিনি তুলে ধরবেন বাংলার প্রতি কেন্দ্রের ‘উদারতার’ তথ্য। পাশাপাশি রাজ্যের বকেয়া না মেটানোর জন্য কেন্দ্র নয়, নবান্ন দায়ী— এমনই দাবি মোদি সরকারেরর অর্থমন্ত্রীর বক্তব্যে গুরুত্ব পাবে বলে জানা গিয়েছে। তুলে ধরবেন মোদি সরকার রাজ্যকে কী কী দিয়েছে, সেই তথ্য। অক্টোবর-নভেম্বর মাসে বিহার বিধানসভা নির্বাচন হওয়ার কথা। এরপর বাংলায় এই প্রচার তুঙ্গে নিয়ে যাওয়ার কৌশল নিয়েছে বিজেপি। পাশাপাশি সরকারি প্রকল্পের উদ্বোধনের সংখ্যা বাড়ানো হবে বলে সূত্রের খবর।
অন্যদিকে, রাজ্যের দাবি না মেটালে তৃণমূলও যে চুপ করে বসে থাকবে না তা বলাই বাহুল্য। দাবি আদায় করেই ছাড়া হবে দলীয় সূত্রে জানা গিয়েছে।