নতুন কর্মপ্রাপ্তির সুখবর পেতে পারেন দাম্পত্যজীবনে সখ্যতা বৃদ্ধি সন্তানের কর্ম সাফল্যে গর্ব। ... বিশদ
গত ১০ ফেব্রুয়ারি তৃণমূল বিধায়কদের নিয়ে বছরের প্রথম বৈঠকে মমতা দৃপ্ত কণ্ঠে জানিয়ে দেন, ছাব্বিশের বিধানসভা ভোটে দুই তৃতীয়াংশ আসন নিয়ে তৃণমূলই ক্ষমতায় ফিরবে। সেই ঘোষণা বাস্তবায়িত করতে এবার সাংগঠনিক পরিসরে নজর দিচ্ছেন মমতা। ওই সভায় ডাকা হচ্ছে সাংসদ, বিধায়ক, পুরসভা এলাকার জনপ্রতিনিধি, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি ও গ্রাম পঞ্চায়েতের প্রধানদের। থাকবেন দলের বিভিন্ন পদাধিকারী ও শাখা সংগঠনের নেতারা। নেতাজি ইন্ডোরে ১৯ হাজার মানুষের বসার ব্যবস্থা রয়েছে। বৈঠকের উপস্থিতি এই সংখ্যাকেও ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। বুধবার রয়েছে শিবরাত্রি। সুষ্ঠুভাবে তা সম্পন্ন করার পরের দিনই সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন তৃণমূলের জনপ্রতিনিধি ও নেতারা। আমন্ত্রিতদের তালিকা, দূরবর্তী জেলার নেতাদের কলকাতায় আসার ও থাকার ব্যবস্থা এবং সম্মেলনের যাবতীয় খুঁটিনাটি বিষয় কনিয়ে আজ, সোমবার বৈঠক করবেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।
এটিই তৃণমূলের এ বছরের প্রথম রাজ্য সম্মেলন হতে চলেছে। আগামী বছরের মার্চ নাগাদ ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। তার ঠিক এক বছর আগে রাজ্য সম্মেলনের মধ্য দিয়ে প্রস্তুতি শুরু করে দিচ্ছে তৃণমূল। দলের নেতাদের অনুমান, বৈঠকে ভূতুড়ে ভোটার প্রসঙ্গ নিয়ে সরব হবেন মমতা। দলের সর্বস্তরের নেতা-কর্মীকে সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দেবেন তিনি। আগেই মমতা বলেছেন, যারা এখানকার বাসিন্দা নন, তেমন লোক নিয়ে এসে অনলাইনে ভোটার তালিকায় নাম ঢোকানোর কারসাজি চলছে। ঘটনাচক্রে বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতে সাড়ে চার হাজার ভোটার বৃদ্ধির ঘটনা সামনে আসার পর তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। এই প্রেক্ষাপটে ভূতুড়ে ভোটার নিয়ে বৃহস্পতিবার মমতা কী বলেন, সেদিকে নজর রয়েছে সবার। সেই সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষের উন্নয়নের দিকে নজর ও বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে মমতা নেতাজি ইন্ডোরে সরব হবেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
সূত্রের খবর, তৃণমূলের নেতা-কর্মীদের আচরণ ও কাজকর্ম নিয়ে বেশ কিছু নির্দেশ মমতা দিতে পারেন। কোনও কর্মসূচি ঘোষণাও করা হতে পারে। নেতা-কর্মীদের জনসংযোগের পাঠও দিতে পারেন তৃণমূল নেত্রী। সেই সঙ্গে তৃণমূলের অভ্যন্তরীণ মূল্যায়নে যেসব জনপ্রতিনিধি ও পদাধিকারী ব্যক্তিস্বার্থকে গুরুত্ব দিচ্ছেন বলে উঠে এসেছে, তাঁদের শেষ বারের মতো সতর্ক করা হতে পারে মঞ্চ থেকে।